B-8 #REUNION (রিইউনিয়ন) 1985 GHATSILA

REUNION (রিইউনিয়ন) -1985 GHATSILA শুভজিৎ ও সুমেধা তারা যেন ছোটবেলা থেকেই হরিহর আত্মা, যখনই স্কুলে যেত প্রায় একই খাঁচা গাড়িতে, যেদিন শুভজিৎ যেত না, সুমেধা কিন্তু বেশ সারাটা দিন স্কুলে মনমরা হয়ে থাকতো, ইংরাজি মাস্টারমশায়ের কাছে পড়তে গেলেও তারা প্রায় দুজনেই উল্টো দিক করে বসতো, কারণ তারা যেন সবসময় সামনা সামনি দুজন দুজনকে দেখতে পায় , এক অর্থে তারা ছিল বেশ ভালো বন্ধু । শুভজিৎ বা তাদের অনেক বন্ধুরা মাধ্যমিক বা তার আগের থেকেই কোথাও যেন মনে মনে মন দিয়েছিলো প্রিয়াঙ্কাকে । কারণ প্রিয়াঙ্কা ছিল ক্লাসের ফার্স্ট লেডি তার উপর তার গায়ের রং ছিল ভারী উজ্জ্বল, তাই প্রিয়াঙ্কার অজান্তেই ক্লাসের বেশ ক...