B-39#_বিষাদ_অবসাদ

বিষাদ অবসাদ হাসতে দেখে কখনো ভেবো না, মনের কোণেও যে চাপা দুঃখ আছে, দুঃখের জল চোখের পলকে, ভাবছো কি সে এখনো দুঃখী আছে? বিষাদ অবসাদ প্রায় কাছাকাছি দুটোই যে শুধু জ্বলতে শেখায়, জীবন সম্বন্ধে সম্যক জ্ঞানে , বিষাদ অবসাদ যদি স্থান পায়, প্রতিনিয়ত না বলা সে কথা, কান্না হাসিতে যেন মিশে যায়। কি পাওনি ওটা ভাবা বৃথা, যা পেলে আজও ওটাই যে খাঁটি কথা। ফুরায় সে তো অনেক কিছুই, ...