B-74#কোনটা ভুল কোনটা ঠিক

কোনটা ভুল কোনটা ঠিক ভুল আর ঠিক দুটোই বিপরীত অর্থ, ছোটবেলার থেকে যেটা শিখে এসেছি ভুল মানে আক্ষরিক অর্থে যেটা বোঝানো যায় তা হোলো কাটা চিহ্ন আর ঠিক মানে হোলো একটাই সঠিক চিহ্ন। যে জিনিস ভুল তা এক দল সুবিধে বাদী মানুষ তাঁদের নিজেদের স্বার্থে তা করেই চলে কিন্তু আদৌ কি কাটা দাগটা কোনোদিন সত্য হয়। একটু বিস্তারিত বা খুব গভীরে গিয়ে এ ব্যাপারে রেখাপাত করা যাক। কাটা অর্থ দুটো দাগ, একে অপরের গুণিতক হিসেবে কাজ করে অর্থাৎ এরা নিজেরাই কেউ কাউকে মেনে নিতে পারে না, একঅর্থে দ্বিমত, যেখানে দ্বিমত সেখানেই তো মতের অম...