B-36 #স্মৃতি

                 স্মৃতি
বলতে চেয়েছিলো সে যে অনেক কথা, বধির মুখ ও যে আটকেছিলো, সে  ভীষণ ব্যাথা।

শেষ বার দিদি বলেছিলো ভাই, ভারী সুন্দর আজ লাগছে,তোকে পেয়ে তাই।

ছোটবেলার তোর মাথায় কালো টিপ, গরুর গুঁতা খেয়ে ভয়ে সে যে আমিও দিকবিদিক।
তিন বোনের পর এক যে ভাই আছে , বহু সাধনায় মাও পেয়েছিলেন,যে তাকে পাছে।

আজ সুপ্রভাতটা ফাঁকি যে গেলো দিদি, 
ডাক দিয়ে গেলো কোন সকালে একি,

বসে শুধু আজ তাঁরই  স্মৃতিতে,
 হারিয়ে যাওয়া সেই তিথি গুলোতে। 


09.06.2020

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)