B-24# CRITICISE সমালোচক

                সমালোচক 
এ কোন সভ্য সমাজের তোমার বর্বরোচিত সমালোচক অভিধান, 
স্বজন হারার দুঃখে যে দুঃখী, কেবলই কোনঠাসা করেছো সে একি, 
দুঃখীর যেন  হাসতে মানা, হাসলেই শুধু উপহাস আছে, সে তো নিজেরও জানা। 
দুঃখীর জীবনধারা যে তালাতে বন্দী, সমাজের কাছেই সে চাবি খোলে,কি অপরূপ সে নষ্টামির এ ফন্দি , 
হায় এ কি কলুষিত, নাকি শিক্ষিত সমাজ, অতি বর্বরতার দাবানল তোমার কাছেই তা জানা ।
তোমার নির্ধারিত  মানসিক পরিমিতির বাইরে গেলেই, উপহাসের পাত্র হতে হয়, 
নিজেই যে তুমিই সেই কূপমন্ডুক, আজও বুঝেও কি তা তোমার কাছে অজানা। 
বিজ্ঞানের নামে কত হৈ চৈ, নিজের কাছেই চোর হোলো ঐ 
 আনন্দ যে শুধু তারই আজ সাজে , দুঃখ কেন যে আমারই মাঝে । 
দিদির শ্রাদ্ধে আমিও যে দুঃখী, সমাজ এসেছিলো চুপিসারে দিয়ে উঁকি,
ছোটবেলাকার সেই হারিয়ে যাওয়া স্কুল,
একটু হেঁসেছি, কেন এ যে ভুল, 
তাপ অনুতাপ আমারও যে আছে , তোমার অঙ্গুলি হেলনের,
পৈশাচিক সমালোচনা আজ ও কি তোমার সাজে । 
রামগরুড়ের ছানারা  হাসতে তাদের ও মানা, 
ছানা হয়েই থেকো বৎস অবলুপ্তির কূপমন্ডুক তুমি সেটাও কি অজানা।





Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)