B-35#দর্শন_PHILOSOPHY

                                                             দর্শন

সবে যখন প্রাণে আমার মন জেগেছে, 
পৃথিবীটা একটু কেমন বদলে গেছে।
লোকঠকানোর মানুষ গুলো, করছে শুধুই মিথ্যের জয়। 
জীবন নিয়ে কত সংশয়, কত যে স্বপ্ন কত হয় ভয়। 

কি যে সুন্দর এই পৃথিবী, কত রূপ  আর কত যে গন্ধ, 
সেখান থেকেই বেছে নিতে হয় কোনটা ভালো কোনটা মন্দ। 
গড়ার থেকে ভাঙার পৃথিবী এটাই যে আজ বেশি, 

গড়ার মধ্যে যে সৃজন আছে, স্থিতিশীলতা তাতেই খুশি ।



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)