B-21#NONTE_FONTE নন্টে পুলিশ, ফন্টে কেরানি

নন্টে পুলিশ ফন্টে কেরানি

নারায়ণ বাবুর দুই ছেলে,নন্টে আর ফন্টে,
বড় হয়ে তারা কোথায় গেলো , জনগণ চান জানতে।

নন্টে পেশায় সিভিক পুলিশ,ফন্টে হয়েছে কেরানি,

একজন থাকে বাঁশদ্রোণীতে, অপরজন ডানকুনি।
পার্কস্ট্রিট মোড়ে সেদিন দেখা ,পুলিশের বেশে নন্টে,
ই রিক কথাটা আজও মনে ধরে, কিছুতেই পারিনে ভুলতে।

রাইটার্স থেকে ছুট্টে ফন্টে, আটকে পড়ে সে  জ্যাম জটে,
মন্ত্রীর গাড়ি,স্পেশাল গাড়ির,কোনো তোয়াক্কাই যে, না মানে নন্টে।

নন্টে বলে হোক সে মন্ত্রী,  বলতো ফন্টে, কিসের এত তাড়া,
মর্কটগুলো সাইরেন বাজায়, কিছুই নেই কাজ একটু  দাঁড়া।
ভি আই পি সে তো আজ হয়েছে, আমরাও বা কিসে কম ছিলাম,
সেলিব্রিটি হয়ে বাড়িতে বাড়িতে, আমাদেরও তো ছিল কত সে সুনাম।



Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা