B-29#আমাকে দেখো



                        আমাকে দেখো
কতবার তুমি,  আরো কতদিন , কতভাবে পোষ্ট করবে, 
“ একই অঙ্গে এতো রূপে “,  কেন তুমি শুধুই কমেন্টস চাইবে  । 
তিস্তার পাড়ে, মেখলা শাড়িতে, তোমায় লেগেছিলো বেশ, 
এক ফালি মেঘ ,ইতি টেনেছিলো, ম্লান করেছিলো  তোমার সৌন্দর্যের রেশ।
প্রকৃতির কাছেও ফিকে হলে তুমি, এ অপবাদ আজও কি বোঝো না? 
শুধুই সেলফি,  আর আত্ম তৃপ্তি, মিথ্যে সাজাও তোমার অহেতুক সৌন্দর্যের রটনা।
প্রকৃতিকে কত কলুষিত কর, তাঁর সাজানো সেই ফুলের বাগান,
কোনো পোষ্ট নেই সেই বাগানের, তাই তোমার খোঁপায় আজ তুমি বেমানান। 
উল্টে দেখো পাল্টে যাবে, বৃথা তোমার এই আত্মগ্লানি, 
অন্যকে ভাবাও, ভাবতে শেখাও, পোষ্ট কর সব অদেখা কাহিনী।
বন্ধু তুমি ভুল বুঝোনা ,  বন্ধু বলেই ভাবাতে শেখাই, 
ফেইসবুক আর হোয়াটস্যাপে তাই লাইক দিতে,  আজও মন যে না চাই। 
“ আপনারে লয়ে বিব্রত রহিতে  ”, সত্যিই কি এসেছি  এই অবনী পরে?
নিজেকে নিয়েই ব্যস্ত কেবলই, একটু তো ভেবো পরের তরে।
 

দেবপ্রিয় সেন     07.05.2020


Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)