B=96#পিঁপড়ের দল

পিঁপড়ের দল 

সব যেন আজ পিঁপড়ের দল,
           একসাথে মিলি কাজ করি চল,
লক্ষ্য যেটাই হোক কেবলই,
                  একত্রে হলে পায় মনোবল।
পথটা হয়তো অনেক দূরের,
       গন্তব্যে পৌঁছবো একটু একটু ঘুরে,
একই সাথে এক জায়গাতে,
                  সে লক্ষ্যও থাকে অল্প দূরে।
কে কোথায় আছিস এগিয়ে আয়,
           এ কয়জনে এগোচ্ছে না যে ভাই,
আগে ঠিক কর কোথায় যাবি,
        একজনাকেই দেবো চলার চাবি।
প্রয়োজনে আরো খবর দে,
                টানা হিঁচরোয় ছিঁড়ে যাবে যে,
দ্বন্দে যদি মেতে উঠিস,
               ছন্দে আবারও ফিরবি কবে।
প্রকৃতি আজও নিজের নিয়মে,
            চিরাচরিত পথেই এগিয়ে চলে,
লক্ষ্য গুলো ভেঙে গেলেই,
          আটকাবি সেই মাকড়সার জালে।




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)