B-106# কি হতে চাই


কি হতে চাই 

কিচ্ছু হচ্ছে না মন ভারী ক্লান্ত,
    যেটা পেতে চায় মন তারই লাগি অশান্ত ।
স্বপ্ন সে তো অনেক আছে,
            সেই কতকাল থেকে বয়ে চলেছি,
ঠোকর খেতে খেতে আমি,
                 একটি  আশায় বুক বেঁধেছি ।
জো বিডোন তো কত বর্ষীয়ান 
        প্রৌঢ়রাতেও ঘুচলো তিনি যাহা চান,
এতটুকুই শুধু অনুঘটক হয়ে,
                   আগামীতে পাক সে স্বপ্ন পুরান।


Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা