B-108#একাকীত্ব জীবন

একাকীত্ব জীবন

জীবন যুদ্ধে কে হবে একা,
            সময়ে হয়তো তা  জানাবে শেখা,
যিনি চলে গেলেন কল্পনাতে,
       স্মৃতিতে থাকবে যে পড়ে রবে একা ।
সকাল হলেই আমার পছন্দ,
              কত খুনসুটি কত গালমন্দ,
তখনও বুঝিনি একা হতে হবে,
     চায়ের টেবিলে আজ পেয়ালাটা ফাঁকা।
কত জল্পনা আগামী জীবনে,
             মেটাতে পেরেছি ভুলিনি এখনো,
মতের অমিল তখনও যে ছিল,
  ঝালের দিনগুলো আজ মিষ্টি মনে হোলো।
এইতো মাত্র কয়টা দিন,
      কিছু স্মৃতি আছে জানি হবে না বিলীন,
আগামী জন্মে আবারও এক হবো,
               ঝাল গুলোকে মিষ্টি করে দেবো ।




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)