B-102#ছোটন

স্কুল ফিরতি এক সাদামাটা  মেয়ে,
         বাড়ি না এসে মাঠে চড়তো গিয়ে,
কি যে সে শুধুই খুঁজে বেড়াতো,
            গুটি গুটি পায়ে  ফড়িং ধরতো ।
দুটো লেজ সে বাঁধতো কষে,
            মাঝে সে সুতোয় জুড়তো নিমেষে, 
রাজা ফড়িং আর রানী ফড়িং,
           বাঁধা পড়তো তারাও সাতপাকেতে।
এই ছিল সেই ছোট্ট মেয়ের  চাওয়া,
          স্বপ্নেও উড়তো সে সারাদিনের পাওয়া,
মাঝ বয়সে সে নিজেও উড়ে গেলো,
               ফড়িং হয়েই যেন শুন্যে পাড়ি দিল।
কত যে সুখস্মৃতি কেটেছে একসাথে,
           পুতুলের ঘটা বিয়ে আজও মনে আছে,
সে আমার ছোটো বোন,সাদামাটা ছিল মন,
         অনেক অজানা স্বপ্ন নিয়ে কবেই,
                যে হারালো স্মৃতিতে ছোট্ট ছোটন ।
       




 




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)