B-112 #চিন্তায় স্বপনে

চিন্তায় স্বপনে
নিশিরাতে ঘুম ভেঙে,কত কথা দেয় উঁকি,
মা বলতেন ঘুমোসনি কেন খোকা,ভোর হতে এখন ও যে ঢের বাকি।
দেখবি যা হয়তো স্বপন দেখেছিস, সারাদিন যত বকবকে মাতিস,
যত  সব তোর অসম্পূর্ন কাজ, তাই নিয়েই তুই ঘুমেতে ভাবিস।

আজও ঘুম ভাঙে,- মনে কোলাহল,অসম্পূর্ণ কত কাজ -চিত্ত বিহ্বল,
মুখটি ঘুরায়ে যেই তাঁকে খুঁজি, বলে নিশ্চুপে এসে, কেন এ অহেতুক চিন্তার ঝাঁপি?
স্বপনে - খোকা তুই সেটাই দেখিস, দিবাকালেও স্বপনে যেটা খুঁজিস,
ইচ্ছেটাই হোলো আসল সত্য, ভাঙুক সে ঘুম স্বপ্নটা বাচুঁক।



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)