B-100#নকল কেল্লা

নকল কেল্লা 
শক্তি কোথায় পাও অর্ণব,
তুমিই তো হলে দেশের জব চার্ণক।

দুষ্টেরে আজ কিছু তো বলো,
বাঁশের চেয়ে আজ মিথ্যে কেন দর।
সত্যের হোক জয়,
দুষ্টের  হোক শুধু  আজ ক্ষয়।
শিশুপাল সে তো এবারে কাঁপবে, 
 কৃষ্ণ যে আজ লীলায় ঝাঁপ দেবে ।
হায়রে দুর্বল, শুধু ক্ষমতা রে করো বল,
মিথ্যেরে শুধু রটনা করো, ফানুস হয়ে তুমি কেল্লো গড়।

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)