B-97#প্রকারান্তে হাসতে ভুলে গেছি

প্রকারান্তে  হাসতে ভুলে গেছি
দরিদ্রের আবরণ নেই, তোষণের মাত্রা নেই, অভাবীর অভাবের অন্ত নেই,
জ্ঞানীর মূল্যায়ন নেই,
শিক্ষকের লাঞ্ছনার শেষ নেই,
শ্রমিকের শ্রমের মূল্য নেই,
বোধ গুলো নির্বোধ বলেই,বধির  হয়েছি,
প্রকারান্তে  তাই হাসতেই  ভুলে গেছি।

লক্ষ্যস্থির ব্যক্তির সামান্যতম উৎসাহের ভাঁটা পড়েছে, 
অন্যায়ের প্রশ্রয়ে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠছে,
কেউ অর্থে বিক্রি হচ্ছে, আবার কেউ বা পকেট ভরছে,
সর্বোচ্চ শিখরে শুধুই আসন গুলো সংরক্ষণের মুনাফা লুটছে,
সংবিধানে ধারা আছে কিন্তু নাড়া নেই,সুবিচারের জায়গাটা ভোঁতা হয়েছে,
বিধান আছে কিন্তু বলার সাহসও নেই, সেটুকুও পাষণ্ড গুলো কেঁড়ে নিয়েছে,
চুপ করে হজম, আর একান্তে উগলে তাই, বাকরুদ্ধ কাপুরুষ হয়েছি ভাই,

প্রকারান্তে তাই হাসতেই ভুলে গেছি।

খুনিকে তোয়াজ করতে, গুন্ডাকে সেলাম ঝুঁকাতে,
ধর্ষিতাকে দোষারোপ করতে, মাদকাসক্ত কে মাথায় করে নাচতে,
প্রশাসন কে অন্যায়ের কুর্নিশ করতে করতে,
প্রতিনিয়ত ক্লান্ত হয়েছি,

প্রকারান্তে তাই হাসতে ভুলে গেছি।



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)