B-109#কিসমিস বুড়ি, পাকা বুড়ো খেজুর

কিসমিস বুড়ি, পাকা বুড়ো খেজুর

যৌবনে ছিলাম রসালো আঙ্গুর ,
             তুমিও ছিলে সে কচি খেজুর, 
আমার রস খেলেই বলতে,
             আহাঃ কি মিষ্টি কি যে মধুর। 
কচি খেজুরের কি যে সে কষ,
            বিচি বেরোলো তাও নেই রস,
 তোমার রসের তাড়ি খেয়েই,
         হয়েছে মানুষ নেশায় আজ বশ।
তুমি ছিলে সেই কোন নাসিকে,
      আমি ও যে ছিলাম মেরু পেশোয়ার, 
মাতাল করেছি সেই রসে আজও,
       রসের জুড়িতে সে নেশা মেলা ভার। 
ফেসবুকেতে আলাপ হোলো,
                             টুইটারেতে প্রেম, 
ইনস্টাগ্রামে দেখে বলি, ওমা !
      তোমার ও তো এখন দারুন যে ফেম। 
ছিলে সে দুশো, এখন বারোশো, 
               কিসমিস হয়ে সবেতে যে মেশো,
পেশোয়ার খেজুর সেও কিসে কম,
                      দম কমলেই দম মারো দম।
যাক চলো গিয়ে বিয়ে করি আজ, 
   খেজুরে কিসমিসে মাখামাখি কি যে সাজ, 
কিছুই হোলো না দেখি, 
                      কোনো রস নেই বাকি ,
চেষ্টাটা বৃথাই করো,
               যৌবনে কেন যে দিলে সে ফাঁকি। 
বৃদ্ধ হয়েছি আজ শুধুই যে দাম পাই,
                        আমি কিসমিস তুমি খেজুর শুকিয়েই মরে যাই। 



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)