B-103#সমন

সমন
কি অদ্ভুত এই সমন প্রথা,
               এ যেন পাড়ার চমকানো দাদা,
যে যাকে পারেন ফর্দ পাঠান,
                 সঙ্গে মোটা অঙ্ক জুড়ে দেন ।
সে দিন আর বেশি দেরি নয়,
              মুখিয়া আসিয়া সভাসদে কয়,
আমার বিধান শোনো মন দিয়া,
             নহিলে দেশ ছাড়ো এখুনি গিয়া ।
বিংশ শতকের পারিষদ কয়,
          এত যেন দাসপ্রথা আর কিছু নয়,
মুখিয়া আসিয়া বলেন শোনো হে বাপু,
    আমার সে ক্ষমতা আছে তাই তুমি কাবু।
অধিকার পাইয়াছি বহুকাল পরে,
        তাই তো জি হুজুর করো আজন্ম ধরে।







Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা