B-110#মগজের সুখ দুঃখ

                 মগজের সুখ দুঃখ 
জীবনের সব আনন্দ গুলো ভাগ করে নেবো সবার সাথে,
দুঃখ সে তো নিজের কাছেই, সে ভাগ রবে মনের কোণে।
ভালো বলতে দোষটা কোথায়,একটু হলেও যে উৎসাহ পাই,
কোথাও যেন হারিয়ে গেছে,দোটানায় মানুষ নিশ্চুপ তাই।
মনের কাছে মনের দ্বন্দ্ব, এই বুঝি তাই,বেশ তো আছি,
হাল্কা থেকে হাল্কা ভাববো,গভীরে গেলেই কটূক্তি যে পাই ।
কি দরকার বেশি মাখামাখি, ঘরকুনো হয়ে সত্যি আজ থাকি,
মনের দ্বন্দ্ব সেটা তো লজেন্স, চুষে চুষে শুধু মাথাটা ভায়োলেন্স,
বয়স হোলো আজ বেশ তো ভাবি, দ্বন্দ্ব ঘোঁচাতে দেখি, খুলি সব চাবি।
চাবি গুলো সব মরচে ধরেছে, মাথার খুলিতে ব্যামো যে হয়েছে।





Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

B-158# ছোটো গাড়ি বড় গাড়ি

B-157# আজকের অপু