B-116#শিশুকালে মনে,মধ্যবয়সে স্বপনে!

শিশুকালে মনে,মধ্যবয়সে স্বপনে!
এই তো গেলো সেই শিশুকাল,
ছবির স্মৃতিতে ফিরে পেলো প্রাণ,
উদ্দাম ছিল সে আনন্দের মাঝে,
কিছুই ভাবিনি শিশুমনে,যখন যেটা সাজে।
শিশুকাল যেন পরিবেশে বাঁধা,
কল্পনার তুলিতে,মনের ক্যানভাসে, কত ছবি ছিল আঁকা,
মনের গভীরে কিছু তো চাওয়া ছিল,
মেয়েবেলাতে মায়ের শাড়িতে তাও বুঝি সেদিন এঁকে দিয়েছিলো।
বহুরূপী সাজে, মন শুধু লাজে,
সে স্বপ্ন ছিল, কত কল্পনার মাঝে,
হায় রে শিশুকাল,ফিরবি না ইহকাল,
কলুষিত মনে,আর পাবেনা এ বসন্তকাল।
জীবন একদিন একটু বড় হোলো,
কে যেন এসে কিছু বলে গেলো,
এভাবে কি জীবন চলে,বড়তো হয়েছো?দেখবে এবারে জীবনটা কেমন ,
শুধুই যেন বিশ বাউ ঝোলে ঝালে।

ঝাল খেয়ে বুঝি, এটা আরো বাস্তব,
হতে হবে কিছু ঘটাবো অবাস্তব,
পাড়ি দিলাম সেই আকাশ ধরতে,
বায়ুসেনাকে ধরি মনের অজান্তে।
কেষ্টা হয়ে ভ্রমি দেশে বিদেশে,
কত কোম্পানি ধরি ছাড়িও নিমেষে,
অবশেষে মন ব্যবসায় এসে বসে
সংসার পাতি, সন্তানও হোলো শেষে।
এবারে বুঝি সাঙ্গ হোলো বেলা,
একে একে করে হারাচ্ছে যত চেনা ভেলা ,
মন যেন আজ আরো কিছু বলে,
শেষ ইচ্ছেটা ঈশ্বর যায় না যেন রসাতলে।
ভাবছি তাই পুরাকালে যাই,
আবার করে কিছু গল্প লিখি তাই,
এগুলোই হবে সন্তানের পরিচিত পাণ্ডুলিপি ,
জীবনের বাড়ন্ত সময়ে হয়তো, একদিন  খুলবে সেও এই স্বপ্নের ঝাঁপি।






Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)