B-114#সংশয়

সংশয়
কোনো একটা বাধা আমাকে সংশয়ে ঢেকে ফেলে,
কোনো একটা সংশয় আমাকে ভয়ে পিছু টানে, 
কেন  এ বাধা কেন এ সংশয় মন যেন চলে আজও দোলাটানে ।
মনের গভীরে সেই  অজানা কাহিনী একদিন মিলে সৃষ্টি হবে,
সৃষ্টিটা হোলো নিজের জেদে সকলের কথা বলতে শেখাবে।
বাধা হোলো তোমায় পিছু ডাকে, সংশয় এসে আরও জোরে যেন হাঁকে, 
নিশ্চিত তোমায় এগুতে শেখাই, লক্ষ্য বলে ফিরে পেলে তাই ।



Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা