B-89# মনে পড়ে

মনে পড়ে 
গেলো বছর সেই অষ্টমীর  রাতে,   বেরিয়েছিলাম এক বন্ধুর সাথে।
ইচ্ছে ছিল না কোনোমতে,
বাধ্য করেছিলো সে পরিস্থিতির  পথে।

মন বলেছিলো দিদির ক্যান্সার,
কুলুপ এঁটে বলি এ  যে নো আনসার।
পথে গিয়ে মন যে মানেনা,
কোনো ভাবেই সে ইচ্ছেও আর করেনা।
কাদামাখা সেই পূজা মণ্ডপ,
গাড়ি আটকে সে কি কলরব,
চাকায় আটকে সে পাহাড় কাদা,
 ছিটকালো সেই কাদা, স্ত্রীর পরনের পর।
বন্ধু বলে কথা,মুখ বুজে সই,
কিছু না বুঝিয়ে  মন আপোস করে লয়।
দোষটা আমার ,গেলাম সিগারেট খেতে,
 বৌ রেগে  উঠলো তেঁতে।

কে বুঝবে আর বৌয়ের কেন রাগ,
 সে তো আমারই অদৃষ্টের পরিহাস।
অসুখে বন্ধু সে ও পড়েনি,
আমাকে বোঝার মিথ্যে হার সে মানেনি ।

কোনো ভাবে যে সমঝোতা করি,
দশমীতে গিয়ে আপোস ও করি,
 কি  যে পেলাম বলি না সে উক্তি,
শুধুই বলি বন্ধুত্বের সে অনীহার যুক্তি।

ফিরে এসে তাকে ফোন ও করি,
সে যে নারাজ, পাই না কোনো উক্তি ।
ভুলটা সে তো আমারই লেখায়,
দলিত বলে তাকে দিলাম যেটা পায়।

মাপ চেয়েছি তাই সবারই সামনে,
আমারও  যে ভুল ছিল মন তা মানে।
দিন যায় রাত যায়,বাড়ে টানাটানি,
যতবারই দলে ঢুকি বারেবারে
শিখন্ডী হয়ে কেবলই যে মরি।

জীবন থেকে একটা শিক্ষা নিয়েছি,
বার্নিশ করা কথা গুলো ভুলতে শিখেছি।
এজীবনে শুধুই মিষ্টভাষী হও ,
সত্য বড় কঠিন আজও,
ওটা বললেই তোমার পরাজয়।

চেষ্টা করেছি অভিনয় করে মিষ্টি কথা বলতে,
আরশি বলে মানায় না তোকে,
 নিজেকে দেখ,বেমানান কেন লাগে ভাবতে। ।

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)