B-86#থাক না -

থাক না -----
লিখবো না পড়বো না মাস্টারের কাছে,
দর্জিগিরি করতে আমায় মামাই বলেছে।

দুলেদুলে একই পড়া করবো না রে ভাই,
মামার বাড়ি থাকবো গিয়ে কিল চর নাই।

সহজ কথা সহজ ভাবে বলতে শুধু চাই 
লোকে বলে বলুক মন্দ তাতে ক্ষতি নাই।

এখন আমি বারো কি তেরো ষষ্ঠ ক্লাসে পড়ি,
ইষ্ট কালে অষ্ট প্রহর কৃষ্ণের নাম করি।
রামলীলা, আর পুতুল নাচ মামার সাথে দেখি,
পুতুল গুলো নেচে বেড়ায় হাঁফায় না তা দেখি।
বয়স হোলো দেখতে দেখতে একান্ন ছুঁই ছুঁই,
জীবন হোলো পুতুল খেলা, মরমেও যে দেয় উঁকি।



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)