B-95 #মতলবি

মতলবি 
চোরের মায়ের নিচু গলা ,
                    মিথ্যে  বলেও ধরেন না পড়া,
উস্কানিতে ইনারা সেরা ,
                জ্ঞানের ভাণ্ডারে মহান এনারা।
খুব সাবধান এঁদের চেনা,
                    মিষ্টি কথায় চিড়ে ভেজেনা,
হাসলে সে তো কথাই নেই আর,
               বুঝবেন কিছু উদ্দেশ্যে ঘেরা ।
মতলবি তাই মতের অমিল,
              উনার স্বার্থে পাবেনও  সে মিল।
কাজের কাছে ষোলো আনা ফাঁকি,
               আপনার দোষেই দেবেন উঁকি,
শান্ত থেকে কুমতলব এঁটে,
                কেউ বোঝেন না কতটা ঝুঁকি।
তলিয়ে অনেক ভাবেন বটে,
                শেষ পরিণতি রাখেন ও ঘটে,
ওস্তাদের সেই একটা চালে,
                     সবাই বোঝেন  শেষ রাতে।

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)