B-92# মৃত্যু

মৃত্যু
যেদিন যাবো, সেদিন পাবো,
                  শুধু সাড়ে তিন হাত আর ,
 না বলা সেই বাকি কথাগুলো,
              শুধু বেঁধে রাখবে চারিধার।
একটু দেখি করি সে  চেষ্টা,
          ওরে বাঁধিস না যে অমন করে,
যারা বেঁধেছিলো, তাঁরাই বোলবে ,
            বলো হরি, হরি বোল বোলে ।
শুয়ে চলে যাবো, কেউ বা কাঁদবে,
             করবে হয়তো কত সে কদর,
কেন এসেছিলাম কি নিয়ে গেলাম,
       সেদিন বুঝবো,গিয়ে সে হরির দ্বার।

জীবন মানে অনেক কটা দিন,
                   যখন পোড়ায় মুহূর্তে বিলীন,
ছন্দে ফিরবে যত পরিচিতি,
               বছর ঘুরলে শুধু স্মৃতিতে যে ইতি।










Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)