B-73#বিকাশ

                     বিকাশ 
দেশের দশের সার্বিক বিকাশ, 
           একসাথে  হলেই পায় সে  প্রকাশ,
দৌড় প্রতিযোগিতায় সকলেই তো  যায় ,                        
                          তিনজনই কেন আগে স্থান পায়।
উঠতে দেবো না, যাক সে পড়ে,
           দুষ্টু বুদ্ধি সবার আগে কেন ঘোরে?
প্রতিযোগিতার এই দোলা চালে,
               কটূক্তি করে চলে অবুঝের দলে।
সকলে যদি এক সাথে হাঁটে,
       যাঁরা পিছিয়ে ছিল, তারাও এগোবে পথে।
শুধু এ সামান্য কথার ,ফারাক করে মরে,
    সকলের মাথাব্যথায় কেউ ওঠে না উপরে।
 


        




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

B-158# ছোটো গাড়ি বড় গাড়ি

B-157# আজকের অপু