B- 85#কি হচ্ছে?

কি হচ্ছে? 

কি হচ্ছে সে জানি না, কেন হচ্ছে মন যে মানে না,
বিশ্বাসে সে তো এগিয়ে চলেছি, বধির মুখ তাই চিনতে শিখেছি  ।
থমকে গিয়ে সেই মোড়ের মাথায়, সজ্জন সেই চেনা ছবিটাই,
দোষটা শুধু এতোটুকু তাঁর, কোরানা হয়েছে বলোনি কেন ভাই।
শত দোষে দোষী যাঁর প্রতিবাদ, বৃদ্ধ পিতার নেই মুখে ভাত,
সকালে উঠেতো ডাং গুলি খেলো , পিতার পিঠেতে রোজ সেটা মারো।
চালনি সে তো লক্ষ ফুটো, জুটি মেলাভার তোমার মত দুটো,
স্লোগানে মিছিলে তোমরাই ছোটো, প্রতিবাদী হও ছিনিয়ে সে মুঠো।
এটাই তোমার স্বভাবজাত, আগে বাইরে, পরে ঘরে কান পাতো,
চাতক হয়ে ঘুরবে যেদিন, মরিচীকাতেই ঠাঁয় তোমারও দুর্দিন।





Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)