B=128#পিকনিক

পিকনিক


তুমরা সলে পেট ভরে খাই,

আমরা খাবোক মাংস ভাত,

বাসন ধুবোক, কাঠ কুড়াবোক, আইলে কইবো, সুপ্রভাত

সারা বছর আসতি পারো, জারার সময় খালি  মস্তি রো,

রম কালে  হাতপাখা  দিবো,গাঁয়ের ঝর্নায় সিনান করাবো,

পুটুস ফুলের শা খাওয়াবো,লাল চালের পান্তা ভাতে, লংকা দি করি সাজাইন দিবো


জারায় আমরা জামা পরি ,গরমে গাঁয়ে ল্যাংটা ঘুরি ,

তুমরা যত বাবুর দল,জারায় পোশাকের রংবাহারি


মেলা কাজ করি বটে ,গতর খাটায়ে টেকা পাই না,বাবু লোকটা এত্ত পাঁজি।

 মকরে তুমরা আইসা দেখো, টুসু আসবেক,ধামসা বাজবেক, পাবেক তুমরাও  গুড়পিঠা,আর মাংস রুটি

দেইখে গেলে কেমনে থাকি, আমরা যত দিনদুখী,

ছবি তুলতে মোরাকে নিলে, মনে কিন্তু আমরা সর্বসুখী


 

 

 

 

 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)