B-139#অভিনয়

অভিনয়


সবেতেই অভিনয় -কেউ কথায়,আবার কেউ বা ব্যথায়,

এমন এক রহস্য জাল, বোঝা শুধুই দায়

অতিরঞ্জিতর অতিরিক্ত মাত্রায় আপোস করা, সেও অভিনয়,

অভিনেতা হয়তো পর্দায় শেখে, কিন্ত তালিম টা শেখে পারিপার্শ্বিক দেখে

সহজাত করেছে জীবনের ছন্দে, তাই বা হয়তো ঘেঁষে না কোনো  দ্বন্দে,

হেসে খেলে বেড়াবো সেটাও অভিনয়, বুঝতে দোবো না শঙ্কাই ,তাই গোচরে হয় ভয়

 আবরণের কতই  প্রলেপ,একেকটা প্রলেপে আছে কেবলই  মিথ্যের আক্ষেপ,

ঠকানো আদৌ অভিনয় নয়, ভালো কথা বলা শ্রেষ্ঠত্বের পরিচয়

ব্যাটা দুঃখী কেউ ঘেসো না, সাদামাটাতে ভালো কথা বলে পারলে মিশো না,

প্যানপ্যানানি জ্ঞানের কথা  সবাই তো বলে,তাই আজকাল শুনি না

রঙিন দুনিয়ার ছবি সবাই দেখে, তাই সাদাকালো ছবি আজকাল মনে ধরে না,

অভিনয় শিখে রপ্ত করেছি, সত্যি কে মিথ্যে বলে পাল্টাতে পেরেছি, তাই কোনোকিছুই গায়ে মাখিনা

বেশ তো ভালো আছি,খাচ্ছি দাচ্ছি নাকে তেল দেই না,তাও নিশ্চিন্তে ঘুমোচ্ছি,

মজার এই জগৎটায়  অভিনয়টা শিখিনি, তাই শুধুই নিজেকে অভিনয়ে বেমানান বানিয়েছি।

 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)