B-138#সংগ্রাম সাফল্য

সংগ্রাম সাফল্য


সংগ্রাম, কিছু না পেয়েও

                        কল্পনায় পাওয়ার প্রচেষ্টা,

সাফল্য তাই চুপিসারে এগিয়ে চলে,

                     মেটাই প্রাণের আকুল তেষ্টা

সংকল্প এক ভারী চমৎকার,

           মনের সন্তর্পনে গুটিয়ে চেষ্টার প্রকাশ,

কত বাধা কত বিপত্তি পেরোলেই যেন

                   ছুঁড়ে দেয় সে আনন্দের আভাস

হার মানে না কোনোখানেই

                     আরেকটু না হয় এগিয়ে চলি,

কিছু না এগোলে হার তো আছেই,

                       মন তোরে কেন হারতে বলি

লক্ষ্যটা হয় বড্ড কঠিন,

                  বাধা আসে যত, সংকল্প হয় ক্ষীণ,

শিকড়ের মাত্রা যাঁর অনেক গভীরে,

     বাঁশগাছ হয়ে তিনিই থাকেন সবার উপরে

 

 

 

 


Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)