B-129#ছেঁড়া পাতায় ইচ্ছের কাহিনী

!! ছেঁড়া পাতায় ইচ্ছের কাহিনী !!

 

আমার লেখা প্রথম সেই বই খানা ছিল আমারই আত্মজীবনী,

সযত্নে লুকিয়ে রেখেছিলাম মাঝের ঘরে বইয়ের সেলফ

বহুকাল পরে সেটা যেদিন খুললাম সালটা বোধকরি 2006 সন, মাঝের বেশ কিছু

পাতা উয়ে খেয়ে নিয়েছিল ওটা আমরাই ভালো লাগা কিছু উক্তি চলে গেলো কি আর করার,মনকে মানিয়ে আবারও যত্ন করে রেখে দিয়েছিলাম

ঠিক আট বছর পরে হঠাৎ মনে পড়লো দেখি তো বইয়ের পাতা গুলো ঠিক আছে কিনা,

দেখলাম মাকে নিয়ে কাটানো সেই সময় গুলো, আবার করে নষ্ট হয়েছে উইয়ের দাপটে


মন মানলো ঠিক আছে এবারে ভেবেছি মাঝে মাঝেই বই টা খুলে দেখবো,

ঠিক তারই দুবছর পরে সালটা 2014 ডিসেম্বর মাস দেখি সবশেষ,তাই ওষুধ দিলাম,

উইয়ের জাত সে কি পাল্টায়, বছর তিনেক পর ছোড়দিকে নিয়ে কাটানো সে সময় গুলো একটাও আস্ত রাখেনি বুঝলাম উই গুলো আমার সাথে চলে,তা  চলুক

2020 সন প্রায় অর্ধেকটা  বই শেষ,মলাট টাকেও সে ছাড়েনি মন বললো এটা ভবিতব্য

উই তুই যদি সবই শেষ করে দিস, তুই পারবি বলে দিতে আমার সে কাহিনী,

সাক্ষী রাখি তোকে, এখন আর গোঁসা হয় না ,

মন জানে তুই জানিস আমার কি কথা বাকি রয়

জানি একদিন আমারই সন্তান সে গুলো জোড়া লাগিয়ে,

সৃষ্টি করবে আমার আত্মজীবনী, মন বোলবে সেদিন রেখে তো যেতে পেরেছি

আমার সে ইচ্ছের কাহিনী

Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা