B-136#গ্রন্থের সাথে গ্রন্থির মেল

গ্রন্থের সাথে গ্রন্থির মেল

 


গ্রন্থের সাথে গ্রন্থির মেল,মেলাতে যিনি পারেন,

            পুঁথিতে দিজ্ঞজ তিনি থাকেন শিখরে

জ্ঞানের ভান্ডার তাই বিকশিত মন,

          প্রতিক্ষনে পাই তাঁকে নির্লিপ্ত একজন

একান্তে চুপিসারে কিছু তো ভাবায়,

           মিতভাষী বলে মন কাছে যেতে চায় 

সরলতা আছে মনে, দৃষ্টি প্রখর,

               পেশায় শিক্ষক তিনি অপূর্ব রতন

নিষ্কাম মন তাঁর, নেই প্রতিপত্তি,

 জ্ঞানের শিখায় তাঁর আছে পরিকল্পিত যুক্তি

চেষ্টার বিরাম নেই,পেলে মনের ছাত্র,

জীবন থেকে শেখা সঞ্চয়,উজাড় করেন পাত্র

 অভাব সে তো সংসারেতে,মনের কাছে নয়,

  এমন শিক্ষক আজও আছেন,

                             তাই মননেও সংশয়

 

 

 

 

 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)