B-134# বোঝার ভুল

বোঝার ভুল

 

সবেতেই যেন বোঝার ভুল,

           তলিয়ে ভাবিনা,আমি যে নির্ভুল,

সবখানেতেই যুক্তি আছে,

        প্রমান দিতে হবে, ওখানেও যে ভুল

মন কখনো অবাক করে,

                 কি করে যে শুধুই বোঝাই তারে,

যখনই কিছু বলতে গেছি,

            দোষ ধরো কেন, যে মিথ্যে একি

হার মেনেছি তাঁর অসাম্য যুক্তি,

              কিছু বললেই হোলো কত যে উক্তি,

মন বলে তাই বলবো না আর,

     আবারও একি ভুল তুমিই তাহলে সত্যি

 

 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-157# আজকের অপু

B-47#বিশ্বকর্মা_পূজো

B-100#নকল কেল্লা