B-127#জীবন -পঞ্জিকা

জীবন -পঞ্জিকা 

একদিন থেমে যাবে জীবনের ছন্দ,

চিরবিশ্রামে শায়িত দেহ,হবে না কো দ্বন্দ্ব

পরিশ্রম কিছু নাই নিথর মনে শান্তি,

ক্লান্ত হবো না কভু, থাকবে না ভ্রান্তি

কষ্টটা থাকবে, যারা  বসে কাঁদবে,

শেষ কথা কি বলেছিলো, মুখে আউরাবে।

অচেনা সে লোকজন, ফুলমালা আনবে,

সেলাম করে তারাও, গুণগান গাইবে

আত্মীয়স্বজনেরা দূর থেকে আসবে,

শেষ দেখা দেখে তাঁরা করুনায় ভাসবে

মৃতের পরিজন মানাতে চাহে না মন,

কিছুক্ষন আগেও যে ছিল সম্পর্কের স্বজন।

কৃতকাজ করে এসে, ব্রাহ্মণ আসবে,

পঞ্জিকা দেখে তিনি, তিথি ঠিক করবে।

ঘাটকাজ করে এসে, নতুন পরিধান করো শেষে,

তিল উৎসর্গ করেই যত, শুদ্ধি বেলাশেষে।


দাগ রেখে যাও সবে, কি রেখে গেলে ভবে,

যুগযুগান্ত ধরে, তোমারি জয়গান মনে রবে।



 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)