B-124#ফেরিওয়ালা


ফেরিওয়ালা
ফেরিওয়ালা ও ফেরিওয়ালা গ্রীষ্মের প্রচন্ড গরমের দুপুরের বেলা ,
তুমি কতই না কষ্ট করে চলেছো,কেন বের হলে তুমি এবেলা?

সারাটা রাস্তা খাঁ খাঁ করছে, রিকশোওয়ালা রিকশোর পাদানিতে জিরোচ্ছে,
পাড়ার নেড়ি গুলো একসাথে হয়ে ঘেউ ঘেউ করে,তোমায় ফেরিতে বাঁধা দিচ্ছে,
আচ্ছা সকাল থেকে একটাও ফেরি হয় নি বুঝি?
আচ্ছা ফেরিওয়ালা? তুমি কি রবিঠাকুরের সেই চেনা দই ওয়ালা?
দই, দই, ভালো দই, এখন আর কেউ সেদিনের মত হাঁকে না জানো?
সেই হাঁক শুনে তখন বুঝতাম,সেই পাঁচমুড়ো পাহাড় আর শ্যামলা নদীর ধার থেকে তুমি আসতে,কি গো মনে পড়ে?
এখনো আসে জানো দূর থেকে কেউ আইসক্রিম,বেড শিট,ফিনাইল,কিংবা ধূপকাঠি নিয়ে,
তুমি কি নিয়ে এসেছো শুনি?কি হোলো কথা কও না কেন, বুঝেছি আমি ছোটো বলে বেচবে না তাইতো?
জানো আজ আমার বিকেলে খেলতে যাওয়া বন্ধ, ঠিক যেমন তোমার আজ ফেরি করা বন্ধ,
কেন বলতো? সকাল থেকে পড়া করিনি, মা আজ তাই বাইরে থেকে শিকল দিয়েছে খিড়কিতে,
আচ্ছা তুমি কি বলে ডাকছিলে যেন “সারা জীবন বসে খাবে” ওটা কি গো?দেবে আমায়?
 সত্যি তুমি দিলে আমি আর কাজই করবো না, বসে বসে খাবো।কই দেখাও না কি সেই জিনিস,
ওমা! দেখেছো!এত কাঠের চেয়ার টেবিল, ঠিকই বলেছো? কিন্তু খাওয়ার পাবো কোত্থেকে?
ভারী দুস্টু তুমি, দই ওয়ালা কিন্তু দই নিয়ে আসতো, সে না হয় মাটিতে বসেই খেতাম।
কথায় বলে না পেটে খেলে পিঠে সয়, ঠিক আছে বাবাকে বলি, মার খেলেও বলি যদি কেনেন,
জানো আমাদের ওটা নেই, সারা জীবন খাবো আর তোমায় মনে পড়বে ।
বাবা ও বাবা “সারা জীবন বসে খাবে” ওটা কিনবে গো ?কেনো না, একটাও ফেরি হয়নি কাকুর,
খোকা তুমি দই খাবে? খাও না হয় এটাতে বসে,দেখো তোমার দই কাকু আর আমি এক লোক,
শুধু দিনটাই বদলে গেছে, হাঁক টা একই রয়ে আছে সোনা।




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)