B-126#জীবন নামচা

জীবন নামচা

 

দুই এক্কে দুই, দুই দুগুনে চার,

    চারে ছিলাম,ওটাই এখন দুয়েই মেলা ভার

 তিন এক্কে তিন, তিন দুগুনে ছয় ,

 কেমন একজন কমে গেলেই, সংসার নয়ছয়

চার এক্কে চার, চার দুগুনে আট,

বোনেদেরই বিয়ের পরে ঘুচলো বোঝার পাট


পাঁচ এক্কে পাঁচ, পাঁচ দুগুনে দশ,

 মা বাবার খুশির মুখে জীবনটা সংশয়

ছয় এক্কে ছয়, ছয় দুগুনে বারো,

  কন্যা সন্তান হতেই যেন,মনে জোয়ার এলো

সাত এক্কে সাত, সাত দুগুনে চোদ্দ,

নাতিনেরা গালে ভাত নিয়ে,ঠাকুমা শোনান পদ্য।

আটে  দুয়ে ষোলো,নয়ে দুয়ে আঠারো,

বয়স কালের রোগ ব্যাধি, হঠাৎ দেখা দিল


জীবন যেন এক থেকে দশ,দশ থেকে তিনে  এল,

রোজনামচা মনে আউড়ায়, কথাগুলো পড়ে রইলো।



 

 

 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)