B-121# পশ্চাতাপ



  পশ্চাতাপ 

জীবনের কোনো বেলাশেষে,
            ভুলে যাবে তুমি কোনো সে দিবসে,
মনে রাখবে তখনও, হারানো সে কথা,
                   পেয়েছিনু যারে মধ্য বয়সে।
আর কখনো বা ফিরবে কি সেই দিন,
                   বয়সের ভারে স্মৃতিতে বিলীন,
আউটরাম ঘাটে আবার করে দেখা,
      একটু পাশে বসে পটভূমিতে,
          কত চেনা সে ছবি মনে ছিল আঁকা।
পশ্চাতাপ হয়তো হবে তোমারো, 
                একটু ঘুরে গিয়ে ফিরে তাকানো,
ঔদ্ধত্যের সাথে হয়তো সমঝোতা করেছিলে,
   বোঝার আগেই প্রদীপ নিভিয়ে দিয়েছিলে।
তিন সত্যি করো দেখি,
        মন বলে আজও কেন দ্বিধা একি,
একবার,শুধু একবার,কোথাও তো ভুল ছিল,
সাঙ্গ বেলায়, হেঁয়ালি খেলায়,
                          শুধুই  অনুতাপ রয়ে গেলো।
       
        


Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)