B-117#বাবার ছেঁড়া শার্ট

বাবার ছেঁড়া শার্ট 
বাবার আমার ছেঁড়া শার্ট,
           কপালে পড়েছে বার্ধক্যের ভাঁজ,
চামড়া গুলো আজ গুটিয়ে গেছে,
      কত কল্পনায় আমায় বড় করেছেন।

আমার মূল্য তাঁর বসনের সেরা,
      রঙিন বোতামগুলো মনে দেয় নাড়া,
প্রতিটি বোতাম কত রংবেরং, একই                      
  পোশাকে,কৈ দেখাচ্ছে না তো সং?

আমার আজকাল প্রচুর অর্থ,
          ফারাক শুধু চেতনায় আমি ব্যর্থ,
রঙিন বোতাম আমারই কথা বলে,
  জীবনের নানান ছন্দ আঁকড়ে আছেন,                         
  পরিচিতি ঐ রঙিন বোতামে ধরে।


Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)