B-157# আজকের অপু

!!  আজকের অপু !!


আজকের অপু ঘুরে বেড়ায় না,

               এলাকার কোনো বনে বাদরে,

দুর্গা শুধুই টানে অপুকে,

      দেখবি চল আকাশে,প্লেন কেমন ওড়ে


কয়লার ট্রেনে তখনও ধোয়ায়,

                                 স্বপ্নটা ছিল ধোয়াশা,

 শিশু মন কত আঁকিবুকি আঁকে,

        জাগিয়ে রেখেছিল অভাবি প্রত্যাশা


ছুট্টে যেত ভেঁপুর আওয়াজে,

               জানান দিত আমরা আজও আছি,

কাশ ফুলগুলো আজও ফোটে বনে,

           অপু দুর্গারা কেন লুকোয় এক কোনে।


অভাব যেটা তখন ছিল,

              আজও আছে, হয়তো প্রত্যাশা বেশি,

বাবারা কেবলই এক রয়ে গেছে,

            বেসামালে অবনতি একি পরিস্থিতি


ভোলা ময়রারা বাঁক কাঁধে নিয়ে,

                               শিশুরা পেছনে ছুটতো,

মা বাবা আর অপু ছুটছে,

   একটু হলে দেরি, টিউশনটা মিস হয়ে যেত।


 

 

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)