B-9 # subhendu sir(শুভেন্দু স্যার)

স্যার, 
আমার প্রণাম নেবেন, আমি দেবপ্রিয় সেন, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, আবার করে ইচ্ছে করছে সেই একই ক্লাস রুমে আপনি আমাদের  পড়ান। যে শিক্ষা টা আপনি দিয়েছিলেন, সেটা জীবনের মূল্যবোধ, সেটা আজও ভুলিনি বলে, আপনাকে আবার করে খুঁজে পেলাম। আপনি ছিলেন আমাদের মনের মধ্যে একজন শিক্ষক, আরেক জন বাস্তবিক নায়ক, একেবারে ফ্রেঞ্চ কাট দাঁড়িতে সে এক সুবিশাল মানুষ যাঁকে মনে মনে জায়গা দিয়েছিলাম একজন পথ প্রদর্শক হিসেবে। এতটা বছর কেটে গেছে, প্রায় চৌত্রিশ তো হবেই, আজও আপনার গলাটা সেই প্রাণবন্ত  আছে, উচ্ছাসের বিন্দুমাত্র ঘাটতি হয় নি আপনার কথায়, যেমনটা আগেও ছিলেন। আপনার সেই নাটকের নির্দেশনা মহেশ, আমিনা, গফুর মিঞা, কি করে ভুলি, সে তো আজও স্মৃতির মনিকোঠায় ভাসে। আমিনা নেই আর,সে চলে গেছে ঘুমের দেশে - তার সেই ডায়ালগ " হে আল্লাহ, যে তোমার দেওয়া তৃষ্ণার জল, তোমার দেওয়া ভিটেমাটি কেড়ে নিলে, তার কসুর তুমি কোনোদিন মাফ কোরো না "। স্যার প্রসঙ্গত বলি আমিনা আমার বোন, সংগীতা। আপনার প্রতিটি কথা, আজও মনে পরে, গিধনি স্টেশনটার উপর দিয়ে যখনই যাই, আজও মনে হয় আপনি দাঁড়িয়ে আছেন। একটা আদর্শবান মানুষ, শিক্ষক কি করে ভুলি আপনাকে - আপনি ছিলেন আমাদের শুভেন্দু স্যার যাঁর হাতে থাকতো সারাটাক্ষন একটা ছড়ি, সেটা আজও মনে পড়ে। কঠিন ছিলেন, শক্ত হাতে সমস্ত কিছু মোকাবিলা করতেন বলেই হয়তো, আজও জীবনের সমস্ত ব্যাপারে আমরাও মোকাবিলা করতে শিখেছি।
 ভালো থাকবেন, আবারও প্রণাম জানাই,

ইতি
আপনারই ছাত্র,
দেবপ্রিয় সেন

Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)