#B-7:- ডাক

                   ******ডাক ******

জীবনের সব চাওয়া পাওয়া গুলো, 
        আজও যে কেবলই অপূরণ রয়ে গেলো, 

থাকলো,  সে তো অধরা কথা গুলো, 
           না বলার আগেই শুন্যে বিকল। 

কত যে ঝগড়া, কত যে প্রেম, 
              আজও মনে হয়, এই তো সেদিন,  

আজ শুধু ভাবি, স্মৃতিগুলো নিয়ে, 
                এতো তাড়াতাড়ি কেন এ দুর্দিন। 
সকলের ছোটো, ছোটো হয়ে থাকি, 
   মনে পড়ে আজও  সেগুলোই যে ছিল বেশ,

বড় হতে আর পারলাম কই, 
           তাই শুধু টানি  জীবনের রেশ।

তোলা তোলা করে বড় যে হয়েছি, 
                            যারা তোলা রেখেছিল?  কেবলই আজ হারাতে  বসেছি। 

  আর কি পাবো সেই তোলা দিন, 
                   স্মৃতি শুধু বেদনার যে আজ,  
    বাকি  সবই হয়েছে  যে ক্ষীণ ।
বাঁধনের বাঁধ ভেঙে যায় কখন , ছিন্ন হয় সে  যখন তখন , 
     
সম্পর্কের বাঁধ গুলো তাই,  স্মৃতিতেই  রই                       সারাটা জীবন। 


***************************************






Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)