B-12 # KITE (ঘুড়ি) (শুভ সুমেধার প্রথম ভাগ)

ঘুড়ি সুমি, সুমি কোথায় গেলে, আরে আমার চশমাটা দাও তো আর গীতবিতান টা একটু নিয়ে এসো , বেশ ইচ্ছে করছে আমার পছন্দের রবীন্দ্রনাথের একটা গান গাই - ” রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাওয়ার আগে “..... বাবা আজ সকাল থেকেই প্রেম উথলে উথলে উঠছে দেখছি শুভ, হোলোই বা বিবাহবার্ষিকী তাতে কি হয়েছে। এতটা বছর কেটে গেছে বিয়ে হয়েছে কোনোদিনও তো এত সখ জাগেনি তোমার । ভোর বেলা থেকেই শুরু হোলো বিসমিল্লাহ খাঁ কে নিয়ে সানাই - রাগ ভৈরবী , সেটা শেষ হতে না হতেই বনলতা সেন, আবার রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান , এখন আবার নিজে গান গাইতে বসলে ! কি হচ্ছে শুভ, আজ মালতি আসবে না বলে দিয়েছে তাই আর ডেকো না। ঘরমোছা , বাসনমাজা সব করতে হবে। আর হ্যাঁ শুভ, একটু বাজারে যাও, আলু আনতে হবে, আর রিফাইন্ড তেল এনো। লুচি করবো বেগুন ভাজা দিয়ে সঙ্গে গুনে গুনে ছটা দানাদার এনো, তোমার তো আবার সুগার, আমাদের তিনজনের মতো। ...