Posts

B-34#স্মৃতি চারণা (শুভ সুমেধার দশম পর্ব)

Image
                  স্মৃতি চারণা দেখো সুমি,মলি এই তো সেদিন হোলো,দেখতে দেখতে কত বড় হয়ে গেলো । আজও মনে পড়ে হসপিটালে অপারেশন থিয়েটারের সামনে  অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম বাইরে, কি জানি কি খবর আসবে  ছেলে না মেয়ে। নার্স ডেকে পাঠালো, ডাক্তার এগিয়ে এসে বললেন মেয়ে হয়েছে, সে কি আনন্দ মনে মনে। মনকে বললাম “আচ্ছা শুভবাবু বুঝলেন আপনি বাবা হয়েছেন”, মুহর্তে কিছুটা হলেও মনে মনে বিষম খেয়ে, আয়া মাসি আমায় আবদার করে বললেন মেয়ের মুখ দেখাতে পারি, কিন্ত খুশি না করলে তো দেখানো যাবে না। সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকার একটা নোট বার করে দেখাতেই প্রথম দেখলাম মেয়েকে, কি যে সে অনুভূতি বাবা হয়ে, একেবারেই সেকেন্ডে বাবা হয়ে কত স্বপ্নের জাল মুহূর্তে বুনতে শুরু করলাম। একেবারে শরতের আকাশে খন্ড খন্ড  পেঁজা তুলার মত সেদিন মেয়ের আগামী জীবনের চলার পথের সিঁড়ি মনে মনে বানিয়ে ফেলেছিলাম। আয়া মাসি এসে বললেন,মেয়ের জন্য জামা কিনে নিয়ে আসুন সুতির কিনবেন, কিনতে গিয়ে সে কি আনন্দ এই আমার টাকায় মেয়ের প্রথম কাপড়, কেউ দেখে বললো মায়ের মত, আবার কেউ বললো বাপের মত, আবার অনেকে বললো টাকলা হবে নাকি, মাথায় ত

B-33#অর্ণব_গোস্বামী_ARNAB_GOSWAMI

Image
                অর্ণব গোস্বামী  শিশুপাল তোমার একশোটি দোষ,                        পূর্ণতা পেলো সে ও তো জানি , আমি গোস্বামী নামে অর্ণব,                   কৃষ্ণ আছেন,উনিই যে  অন্তর্যামী। শিশুপাল শুধু অন্যায় করে,                 নিজেও বোঝে না, সে পাপের ঘড়া, কৃষ্ণ দেখে,মিচকি হেঁসে,               গোস্বামী ঘোরান সে চক্র আর খাঁড়া।

B-32# বর্ষার বৃষ্টি(Rainy Day)

Image
                                            বর্ষার বৃষ্টি বর্ষার বৃষ্টি , টিপ টিপ সারারাত,  আকাশ মেঘলা আজ, কাদামাটি রাস্তা ঘাট। আজ বুঝি গুরুবার, মেলা কাজ লক্ষী বার, অপু  আজও  যাবে না স্কুলে, বর্ষাতি টা ছোট্ট তার। দুধওয়ালা ঐ ডাকে, মিনতিদি  কোন সকালে হাঁকে, পেপার আসবেনা বুঝি, কাজে যেতে নিমরাজি। চড়ুইয়েরাও আজ যাবে না কাজে , কাকগুলো শুধুই বৃষ্টিতে ভেজে, ফেরিওয়ালা আসবে না বুঝি, সবাই কেমন  নিশ্চুপ আজি। বছরে তো একবার, প্রকৃতিরও গোসা হয়, বৃষ্টির জলে তাই,  কান্নায় সে প্রকাশ পায়।

B-31#খেলা_(TRAGEDY OF LIFE)

Image
                                                                                                                                 খেলা এই তো কদিন জীবনের খেলা, খেলতে খেলতে ফুরায়ে আসে বেলা। ক্লান্ত আজও ,পারিনা কেন ভুলতে, স্মৃতিগুলোর ইতি টেনে নতুন করে ভাবতে। আর কতদিন চলবে এ খেলা, হারাতে বসেছি আজ চেনা যত ভেলা। সম্পর্কের ছেদ সে তো  শুরু বহু আগে,  ঈশ্বর তুমি শক্তি দিও, আর নিও নাকো আগে ভাগে।

B-30#ইচ্ছে_DESIRE

Image
                                                                        ইচ্ছে বেলা গড়িয়ে সন্ধ্যে এলো নেমে, রাত্রি গড়িয়ে এসেছে যে  ভোর,  নতুন করে গড়বো যে আবার,  খুলতে  হবে চলার সে ডোর।  জীবনটা যেন শুধু কর্তব্য শেখায়, ফুরোতেই যেন তেরোভূতে খায়,  আশা রেখো তাই অনেক বড়,  স্বপ্ন গুলোকে শুধু পূরণ কোরো। প্রতিকূলতার  ঝড় আসবে যেদিন  নিতে,  বুক পেতে বোলো, সময় হয়নি আজও  যে যেতে। অধরা সেই কাজ গুলো, পূর্ণতা পাক কলস ভরে,  মানব জন্ম পাবো একবারই ,  ইচ্ছে গুলোকে  কেন রাখি দূরে।

B-29#আমাকে দেখো

Image
                        আমাকে দেখো কতবার তুমি,  আরো কতদিন , কতভাবে পোষ্ট করবে,  “ একই অঙ্গে এতো রূপে “,  কেন তুমি শুধুই কমেন্টস চাইবে  ।  তিস্তার পাড়ে, মেখলা শাড়িতে, তোমায় লেগেছিলো বেশ,  এক ফালি মেঘ ,ইতি টেনেছিলো, ম্লান করেছিলো  তোমার সৌন্দর্যের রেশ। প্রকৃতির কাছেও ফিকে হলে তুমি, এ অপবাদ আজও কি বোঝো না?  শুধুই সেলফি,  আর আত্ম তৃপ্তি, মিথ্যে সাজাও তোমার অহেতুক সৌন্দর্যের রটনা। প্রকৃতিকে কত কলুষিত কর, তাঁর সাজানো সেই ফুলের বাগান, কোনো পোষ্ট নেই সেই বাগানের, তাই তোমার খোঁপায় আজ তুমি বেমানান।  উল্টে দেখো পাল্টে যাবে, বৃথা তোমার এই আত্মগ্লানি,  অন্যকে ভাবাও, ভাবতে শেখাও, পোষ্ট কর সব অদেখা কাহিনী। বন্ধু তুমি ভুল বুঝোনা ,  বন্ধু বলেই ভাবাতে শেখাই,  ফেইসবুক আর হোয়াটস্যাপে তাই লাইক দিতে,  আজও মন যে না চাই।  “ আপনারে লয়ে বিব্রত রহিতে  ”, সত্যিই কি এসেছি  এই অবনী পরে? নিজেকে নিয়েই ব্যস্ত কেবলই, একটু তো ভেবো পরের তরে।   দেবপ্রিয় সেন     07.05.2020

B-28#আমি

Image
                          আমি  আমি এক সাদামাটা মনের গভীরে  সুপ্তপ্রায় এক আগ্নেয়গিরির লাভা , যে আজও স্বপ্ন দেখে,বেরিয়ে আসুক মনের সে চাওয়ার,  বহু আকাঙ্খিত হয়তো বা সেটা ছিল,  লুপ্তপ্রায় হয়ে এক অজানা  প্রতিভা। চলার পথে হাত ধরেছি, বোঝাতে চেয়েছি আমি আজও  আছি, আপোস করেছি চাওয়া পাওয়ার কাছে, হার মানিনি আজও অন্যায়ের কাছে । মনের শিশুকে আজও করি লালন, হারাতে চাই না আজও  সন্তর্পনে করি তারে,  আজও এক অবারিত পালন। ভয় হয় এক প্রতিশ্রুতির কাছে, উত্থানেও যেন পিছু না ভুলি,যা ছিল মনের মাঝে,  অনেক পেয়েছি, অনেক নিয়েছি  ক্ষোভ নেই বুঝি আর, কিছুই তো পারিনি দিতে মন চাই, জানি "শুধু  তুমি আছো আমি আছি আর"। জানি একদিন শিথিল ও হবে, কেউ আগে বা কেউ পরে যাবে, সেদিন একলা, বসে কোনো এক বেলা,তুমি বা আমি স্মৃতিতে কুড়োবো,  হারিয়ে যাওয়া সেই মিষ্টি তেঁতোর,কি সাদামাটা ছিল ঐ বাঁধন বেলা। 24.08.2020