Posts

B-147#আমার বায়ুসেনার দিনগুলি (ষষ্ঠ ও শেষ গল্প)

Image
আমার বায়ুসেনার দিনগুলি (ষষ্ঠ   ও শেষ গল্প) একটা কথা বহু প্রচলিত আছে কেউ যদি মন থেকে কোন অভ্যাস ছাড়তে চান , যেমন ধরুন নেশা জাতীয় জিনিস মনে মনে ইচ্ছে প্রকাশ করে তাহলে তাকে একুশটা দিন সংযম করতে হয় । একথা কেন বলা হয় তা আমার অজানা , কিন্তু কিছুটা হলেও নিজে মানি । আসলে মনই সব , সেখানে  যাঁর যত আধিপত্য , তাঁর তত মনের উপর সংযম , তা থেকেই হয়তো  সংকল্প  দৃঢ় হয় । আমি তো একুশ দিনের বেশি এই বায়ুসেনাতে কাটিয়ে ফেলেছি তাও কেন থাকার ইচ্ছে নেই , হয়তো সে প্রশ্ন মনকে কখনো করিনি তাই হয়তো নেতিবাচক আবদ্ধে জড়িয়ে এখনো । যে সময় বাড়ি ছেড়েছিলাম দৃঢ় সংকল্প একটা ছিল জীবনে কিছু করতে হবে , আসার পরে বুঝেছিলাম বাস্তবটা আমার চিন্তাধারার থেকে কয়েকগুন বেশি , একেবারেই  বিপরীতমুখী, আমার নিজের জন্য  । থাক সে সব কথা সপ্তাহ শেষ , পরের সপ্তাহ শেষ , দেখতে দেখতে মাসের শেষ দিনে এসে পৌঁছুলাম । মনে একটা আনন্দ আজকের দিনটা পেরোলেই আগামীকাল মাইনে পাবো । যেটাই জীবনের প্রথম সেটাই কিন্তু আনন

B-147# আমার বায়ুসেনার দিনগুলি (পঞ্চম ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( পঞ্চম ভাগ ) জীবন আমাদের   প্রতিনিয়ত শেখায় , বাল্যকালে মা বাবাদের সাহচর্য্য , তারপর স্কুলের গন্ডির মধ্যে শিক্ষা  ও সমাজ থেকে , একটু বড় হলে বেপরোয়া ভাব সবেতেই , আর এয়ারফোর্স এর    মত সংস্থায় আসলে একটা পরিমিত কাঠামোর মধ্যে নিয়মানুবর্তিতার সাথে নিজেকে আবার করে ঝালিয়ে নেওয়া  যেটা    আগামী জীবনে অভ্যাসে পরিণত করা । যেটা কারো কারো ক্ষেত্রে রয়ে যায় আজীবন । আমার ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি, অভ্যাসে পরিণত হওয়ার আগেই আমি এজীবন থেকে বিদায় দিয়েছি  । এয়ারফোর্সকে   ভালো লাগেনি মনকে একটা দ্বন্দে ফেলেছি বারবার , শেষমেশ মনের কাছে হেরে গিয়ে চলে আসতে বাধ্য হয়েছি । বুঝেছিলাম হয়তো জীবনটা  এক  একটা নতুন প্রতিশ্রুতি, কিন্ত বাধ্যতামূলক  - তাই আমায় বাধ্য করতে পারেনি ।নিয়মের  আষ্টেপৃষ্টের জীবন যেখানে , নির্দিষ্ট পরিমিত ঘেরাটপের পরিধির গন্ডি যেখানে, জীবন আমাকে  সেখানে  আটকে রাখতে পারেনি, সেটা আজও নয় । তাই এই লেখার প্রথমেই নিজেকে “ কেষ্টা ” বলে ভেবে বিশ্বনিখিল দর্শন করতে গিয়