Posts

B-142#আমার বায়ুসেনার দিনগুলি (প্রথম ভাগ)

Image
আমার বায়ুসেনার দিনগুলি ( প্রথম ভাগ )   1988 সাল 2 রা মে , সোমবার মেজদিদির বিয়ে, বাড়িতে আলোর রোশনাই , আত্মীয়স্বজনে ঠাসাঠাসি  , ভোর চারটেতে উঠে মেজদিদিকে দই চিড়ে খাওয়ানো আর মহিলাদের জল সাইতে যাওয়া এই ছিল  সেদিনের  সকালের বাড়ির ছবি । আমি আর মেজদিদি দুজনেই নতুন জীবন তৈরী করার প্রস্তুতি নিচ্ছি । মেজদিদির   নতুন সংসার , আর আমার নতুন জীবন তাও আবার দেশের প্রতি ব্রতী হওয়ার সংকল্প । এযেন দিনটাকে সাক্ষী রেখে আগামী জীবনের একটা প্রস্তুতি । মনে মনে ভাবলাম এমন দিন খুব কম লোকের জীবনেই আসে, বড়ই ভাগ্যবান আমি । সন্ধ্যে বেলায় বর ঢুকবে সেই সুদূর চক্রধরপুর থেকে আর আমার যাত্রার  মা হেন্দ্র যোগ শুরু হবে ঠিক একই সময়ে  - গন্তব্য মাদ্রাজ, রাতে ট্রেন হাওড়া মাদ্রাজ মেল । বাড়িতে মেয়ে বিদায়ের কান্নার সুর ঠিক বিয়ের পরদিন দিন হয় , কিন্ত একি! এতো    ছেলে বিদায়ের করুন  সানাই   বেজে উঠলো বিকেল থেকেই , আমি নিশ্চুপ , মন আমারও খারাপ এদিকে সম্মতি জানিয়েছি কর্তৃপক্ষের কাছে মানে বায়ুস

B-141#বোকা, চালাক, হিংসুটে

Image
বোকা , চালাক , হিংসুটে   গতকাল অর্থাৎ 26 শে জানুয়ারি সারাটাদিন কেটেছে হয় লেখালিখি আবার কখনো কোনো বন্ধুর সাথে হাল্কা মেজাজের আলাপচারিতায় , আর  সন্ধ্যার    পর থেকে  ই উ টিউব ঘেঁটে নানান মানুষের জীবনকাহিনী শোনা । একটা সময় ক্লান্ত হয়ে হাঁটতে বের হলাম কারণ একটাই একটু নিজের সাথে নিজে একা থাকা যেটারও বিশেষ প্রয়োজন আছে । ঘন্টা খানেক ঘুরে এসে আবারও চিরাচরিত নিয়মে  ই উ টিউব ঘাঁটতে বসলাম । ঘাঁটতে ঘাঁটতে এমন এক অদ্ভুত বিষয় চোখে পড়লো , ভাবলাম দেখি তাহলে , ভারী মজাদার তো বিষয়টা “ বোকা চেনার ছয়টি সহজ উপায় ” । প্রথমেই যেটা মাথায় আসে সেটা হোলো শুনি তো আমিও কি এই একই বোকার দলে , তাই লজ্জায় হেডফোন লাগিয়ে শুনলাম পাছে স্ত্রী কন্যার কাছে ধরা না পড়ি । দেখবেন অধিকাংশ সময়ে পুরুষেরা স্ত্রীর কাছে সবথেকে বোকা মানুষ । একটা তকমা স্বামীর মাথায় সেই বিয়ের তিন বছর পর থেকে লেগে যায়  , আর তাতেই স্বামীরা স্ত্রীর সামনে মুখ খোলেন না আবার করে “ তুমি কত   বোকা ” এই উপাধিটা পাওয়ার