Posts

Showing posts with the label STRUGGLE

B-145# মা বাবার ভুলু ছেলে, মেয়ে লক্ষীবাই

Image
মা বাবার ভুলু ছেলে, মেয়ে লক্ষীবাই গতকাল অর্থাৎ 31 শে জানুয়ারী , রবিবার মেয়ের পরীক্ষা ছিল KVPY এর, সল্টলেকে সেক্টর ফাইভে TCS গীতবিতানে । বিধাননগরে অটো তে উঠেছি ফাঁকা অটো আর দুজন হলেই ছাড়বে । দেখি এক বাবা ও তারই ছেলে এসে বসলো । বাবার বেশ বয়স হয়েছে বোঝা গেলো প্রায় ষাট ছুঁই ছুঁই । অমনি ছেলেকে বলেন,   বাবা তু্ই পড়ে যাবি , পেছনে বস , আমি সামনে বসছি ।   মনে মনে ভাবলাম হায়রে বাবা দিলেন তো জোয়ান ছেলেটার মনে ভয় ঢুকিয়ে । ছেলে নিমরাজি , তাই সামনেই বসলো । বাবার সারাটা রাস্তা জুড়ে সে কি টেনশন ছেলেকে নিয়ে । সবে সল্টলেকে ঢুকছি হরিয়ানা বিদ্যামন্দির ছাড়িয়ে PNB স্টপেজে বাবা পেছন থেকে একটু ছেলেকে  নেড়ে দিলেন “ কি রে ঘুমোচ্ছিস কেন ”। আমি তা দেখে অবাক ভুলু ছেলেটা প্রকৃতি দেখতে দেখতে চলেছে , বা হয়তো অঙ্কের ফর্মুলা মনে করতে করতে চলেছে , মনে মনে বললাম ” দিলেন তো ভুলুর মনসংযোগ ঘটিয়ে, দিব্যি ছেলেটা হ্যান্ডেল ধরে বসে আছে “। যাক অটো চলছে ছেলের মায়ের ফোন  - মা ছেলের

B-138#সংগ্রাম সাফল্য

Image
সংগ্রাম সাফল্য সংগ্রাম , কিছু না পেয়েও                         কল্পনায় পাওয়ার প্রচেষ্টা , সাফল্য তাই চুপিসারে এগিয়ে চলে,                      মেটাই প্রাণের  আকুল  তেষ্টা । সংকল্প এক ভারী চমৎকার,            মনের সন্তর্পনে গুটিয়ে  চেষ্টার  প্রকাশ , কত বাধা কত বিপত্তি পেরোলেই যেন                    ছুঁড়ে দেয় সে  আনন্দের  আভাস । হার মানে না কোনোখানেই                      আরেকটু না হয় এগিয়ে চলি , কিছু না এগোলে হার তো আছেই ,                        মন তোরে কেন হারতে বলি । লক্ষ্যটা হয় বড্ড কঠিন ,                   বাধা আসে যত, সংকল্প হয় ক্ষীণ , শিকড়ের মাত্রা যাঁর অনেক গভীরে ,      বাঁশগাছ হয়ে তিনিই থাকেন সবার উপরে ।