B-32# বর্ষার বৃষ্টি(Rainy Day)

                                           বর্ষার বৃষ্টি

বর্ষার বৃষ্টি , টিপ টিপ সারারাত, 
আকাশ মেঘলা আজ, কাদামাটি রাস্তা ঘাট।

আজ বুঝি গুরুবার, মেলা কাজ লক্ষী বার,
অপু  আজও  যাবে না স্কুলে, বর্ষাতি টা ছোট্ট তার।

দুধওয়ালা ঐ ডাকে, মিনতিদি  কোন সকালে হাঁকে,
পেপার আসবেনা বুঝি, কাজে যেতে নিমরাজি।

চড়ুইয়েরাও আজ যাবে না কাজে , কাকগুলো শুধুই বৃষ্টিতে ভেজে,
ফেরিওয়ালা আসবে না বুঝি, সবাই কেমন  নিশ্চুপ আজি।

বছরে তো একবার, প্রকৃতিরও গোসা হয়,
বৃষ্টির জলে তাই,  কান্নায় সে প্রকাশ পায়।




Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)