Posts

Showing posts with the label Injustice

B- 85#কি হচ্ছে?

Image
কি হচ্ছে?  কি হচ্ছে সে জানি না, কেন হচ্ছে মন যে মানে না, বিশ্বাসে সে তো এগিয়ে চলেছি, বধির মুখ তাই চিনতে শিখেছি  । থমকে গিয়ে সেই মোড়ের মাথায়, সজ্জন সেই চেনা ছবিটাই, দোষটা শুধু এতোটুকু তাঁর, কোরানা হয়েছে বলোনি কেন ভাই। শত দোষে দোষী যাঁর প্রতিবাদ, বৃদ্ধ পিতার নেই মুখে ভাত, সকালে উঠেতো ডাং গুলি খেলো , পিতার পিঠেতে রোজ সেটা মারো। চালনি সে তো লক্ষ ফুটো, জুটি মেলাভার তোমার মত দুটো, স্লোগানে মিছিলে তোমরাই ছোটো, প্রতিবাদী হও ছিনিয়ে সে মুঠো। এটাই তোমার স্বভাবজাত, আগে বাইরে, পরে ঘরে কান পাতো, চাতক হয়ে ঘুরবে যেদিন, মরিচীকাতেই ঠাঁয় তোমারও দুর্দিন।

B-22#THEFT চুরি ( শুভ সুমেধার সপ্তম পর্ব)

Image
                             চুরি (  এক সত্য ঘটনার উপর আধারিত) 8  সুমি  জানো, কাল  এক বন্ধুর সাথে দেখা হোলো প্রায় দীর্ঘ  বাইশ বছরের পর, কি কাকতালীয় ব্যাপার, জানো সেই পাশের বেডের চ্যাটার্জী দা কে দেখতে এসেছিলো তার ভাই, আমি তো দেখেই চিনতে পেরেছি। চ্যাটার্জী দা আমার সাথে পরিচয় করাতেই দেখি- আমরা একেবারে কলেজের বন্ধু  বিনয়, যেমন নাম তেমনই তার বিনয়ী ভাব, কথাবার্তা, হাঁটাচলার মধ্যে একটা বেশ সভ্যতা ও ভদ্রতা আছে , একটা আদর্শবান ব্যক্তিত্বের পুরোটাই যা হওয়া উচিত সম্পূর্ণ  টাই তার চরিত্রে লক্ষ্য করা যায়।বিনয়ের ভালোনাম বিনয় চ্যাটার্জী।কলেজে পড়াকালীন কোনোদিন তাকে রাগতে দেখি নি ,মতের অমিল হলেই সে কোনো কথা না বলে চুপ করেই থাকতো, তাতেই   তার  অনিচ্ছার প্রকাশ ঘটতো, হাসির কথা হলেই এতো প্রাণখোলা ভাবে সে হাসতো, যেমনটা ইদানিং কালে একটাও মানুষকে আমার অন্তত চোখে পড়েনি।  বিনয়েরা  সাত ভাই দুই বোন, বিনয়  সর্বকনিষ্ঠ।  দাদাই তাদের বাড়িতে জ্যেষ্ঠ। বড়দা এতই বড় যে তার ছেলে বিনয়ের থেকে তিন বছরের ছোটো। একঅর্থে বলা যাই তারা পিঠোপিঠি। বিনয়ের বড়দা অর্থাৎ প্রফুল্ল চরণ চ্যাটার্জী মানে যিনি আমার পাশে

B-13# INJUSTICE অন্যায়

Image
অন্যায় যত খুশি পারো অন্যায়ের কাছে নিজেকে আপোস করো,                    কথায় বলে বাঁশের চেয়েও   আজও নাকি,কঞ্চি হয়েছে বড়। সমালোচক  হয়তো হবে তুমি, সেটাই প্রাসঙ্গিক,   ওগুলো সব ডিসগাস্টিং,                    ক্ষমতাবানকে মূল্য দিন। জ্ঞানগম্ভীর অনেক শুনেছি,                             ওগুলো এথিক্সে বাঁধা, আজ পড়বো, কাল হবে ঠোঙা,  রাখুন তো,যতসব নস্টালজিক জ্ঞানী দাদা। রিয়া টিয়ার কত সে  সুনাম,                   স্লো পয়জনে করে কত নাম, নিজের সাফাই গাইতে গিয়ে,                        সুশান্ত কে করলো কত দুর্নাম। ভালোই তো ছিলে ফিজিক্স নিয়ে,    কোনো সেলিব্রিটি দাঁড়ালো কি পাশে গিয়ে? কি দেখছো উপর থেকে ভাই,                     জাস্টিস পাবে মিছে ভাবো তাই। স্রোতের টানে দাও সে গা ভাসিয়ে,             হোক সে অন্যায়, নৌকো যাবে নিয়ে।  31.07.20