# B6 :- সম্পর্ক
সম্পর্ক যে পরজন্ম আমি দেখি নাই তাহাকে বিশ্বাস করি কি করিয়া , যে জন্ম আমি দেখিতেছি, তাহাতে পলক মুদিয়া আমি আজও বলি – হে সম্পর্ক এজন্মে তুমি এখনো যে আমার। যে জন্মে আমারও তো কেউ ছিল, হাত মেলিয়া তারে যে নামেই ধরি, চিনিতে শিখেছি নাম দিয়া তার , চলিয়া গেলে যে কেবলই হারাইয়া মরি। যাহাদের ধরিয়া বাঁচিতে শিখেছি, যাহারা করিল বড়, কালের অমোঘ নিয়মে যে, সে বাঁধনও ছাড়িয়া বিদায় নিলো, হে সম্পর্ক এজন্মে তুমি এখনো যে আমার। পরজন্মের রেশ বোঝা ভার, যে ছিল আমার সে বা তখন অন্য কারো আর, কি দেখিয়া চিনিব উনারে, পরিচিত গলা বুঝিব কি করে ওপারে, তাহার আত্মা দেখি নাই আগে, বুঝি কি করিয়া সেই কাঠামোই যে তখনও রবে হে সম্পর্ক এজন্মে তুমি এখনো যে আমার। শাস্ত্রে আছে যাহা সে যে রূপকথা, মৃত্যুর পরপারে আছে সে কি একই বারতা, যে গিয়াছে সেই পারে, এজন্মে আসিয়া আবার কি কহিবে কথা, সে ছিল মরণের পরপারে । শুনেছি যাহা দেখিতেছি, সকলই নাকি ভুল , যাহা অদেখা কেবলই নাকি সেটি হয় নির্ভুল, জন্ম জন্মান্তর সে তো মনীষীরে সাজে, এজন্মে তাই তারে মিটাইতে আমারও মন মাঙ্গে, চাওয়া পাওয়া গুলো হোক যে সমাপন,