দেবুদার ঘুগনি

দেবুদার ঘুগনি 


টিফিন টা ফেলে দাও, খাবে বেশ বকুনি, 
চটপট চলে এসো খাবে যদি দেবুদার ঘুগনি।

এখনো গরম আছে, ধরে তুমি দেখো ভাই, 
লাল শালুতে মোড়া, শাল পাতার ডোঙা চাই ?  

চামচ ও আছে সাথে পেটে গেলে ক্ষতি নাই,
পয়সা টা আগে দাও ধার বাকি রাখি না  যে ভাই,

কিছুটা বা কম হলে কাল কিন্তু দেওয়া চাই।
কাকিমা রেঁধেছেন বেশ, ঝাল কিন্তু দেননি, 
আমার সন্তান ওরা , জ্ঞান কিন্তু এখনো হয়নি ।

বাবার পকেট মেরে আমায় এরা  খুশি করে, 
বড় হয়ে আপিস গেলেও, আমায় কি ভুলতে পারে ?
আমার ঘুগনি খেয়ে আজ সবাই কত না দেশে বিদেশে, 
বার্গার, খেয়ে, পাট্টিস খেয়ে, ফিরতে হবে বাপু এই দেশেতে।

তোমরা আজ অনেক বড় অনেক প্রতিপত্তি, 
বৃদ্ধ হয়েছি, চোখে দেখিনা, তাও ভাবি শুয়ে,  তোমরাই তো ছিলে , 
দেবুদার  এতকালের  সম্পত্তি।



Comments

sadamata101.blogspot.com

B-47#বিশ্বকর্মা_পূজো

সন্তোষ ঢাকি

B-71#GANESH_PRASADAM. ( গনেশজির ভোগ নিবেদন মোদক ও পূরণ পুলি)