Posts

# B6 :- সম্পর্ক

Image
সম্পর্ক  যে পরজন্ম আমি দেখি নাই তাহাকে বিশ্বাস করি কি করিয়া , যে জন্ম আমি দেখিতেছি, তাহাতে পলক মুদিয়া আমি আজও বলি – হে সম্পর্ক এজন্মে তুমি এখনো  যে আমার। যে জন্মে আমারও তো কেউ ছিল, হাত মেলিয়া তারে যে নামেই ধরি,   চিনিতে শিখেছি নাম দিয়া তার , চলিয়া গেলে যে কেবলই হারাইয়া মরি।  যাহাদের ধরিয়া বাঁচিতে শিখেছি, যাহারা করিল বড়,  কালের অমোঘ নিয়মে যে, সে বাঁধনও ছাড়িয়া বিদায় নিলো,    হে সম্পর্ক  এজন্মে তুমি এখনো যে আমার।  পরজন্মের রেশ বোঝা ভার, যে ছিল আমার সে বা তখন অন্য কারো আর,  কি দেখিয়া চিনিব উনারে, পরিচিত গলা বুঝিব কি করে ওপারে,  তাহার আত্মা দেখি নাই আগে, বুঝি কি করিয়া সেই কাঠামোই যে তখনও রবে  হে সম্পর্ক এজন্মে তুমি এখনো যে আমার।  শাস্ত্রে আছে যাহা সে যে রূপকথা, মৃত্যুর পরপারে আছে সে কি একই বারতা,  যে গিয়াছে সেই পারে, এজন্মে আসিয়া আবার কি কহিবে কথা,  সে ছিল মরণের পরপারে ।  শুনেছি যাহা দেখিতেছি, সকলই নাকি ভুল , যাহা অদেখা কেবলই নাকি সেটি হয় নির্ভুল,  জন্ম জন্মান্তর সে তো মনীষীরে সাজে, এজন্মে তাই তারে মিটাইতে আমারও  মন মাঙ্গে,  চাওয়া পাওয়া গুলো হোক যে সমাপন,

#B-5:-- মাস্টারমশাই

Image
সুধী পাঠকমন্ডলী আজ এমন এক মানুষের জীবন কাহিনী আপনাদের অবগত করাতে চাই যিনি তাঁর সারাটা জীবন যেন উৎসর্গ করেদিলেন  ছাত্রদের সেবায়  শিক্ষকতার মাধ্যমে,  বিন্দুমাত্র নিজের কথা না ভেবে বিলিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীদের কাছে ।  তাঁর সমস্ত বিষয়ে পারদর্শী  হয়ে ওঠার এক অনবদ্য বাস্তব জীবন কাহিনী  ।  একটা অনুরোধ রইলো প্রত্যেকের কাছে একটু শেয়ার করার জন্য,  নিজের এই লেখার জন্য কখনোই নয়, বিশ্বাস করুন এতটুকু মিথ্যা আশ্বাস দিচ্ছি না , তাঁকে দূরদূরান্তে লোকে জানুক, বুঝুক আজও এমন নিঃস্বার্থ মানুষ বেঁচে  আছেন সেটা সকলের কাছে পৌঁছনোর জন্য ।  প্রতিনিয়ত পর্দার আড়ালে সমানে কাজ করে চলেছেন এক জীবন মুখী প্রতিভা  ।  আশাকরি পুরোটা পড়লেই বুঝতে পারবেন তাঁকে নিয়ে কেন এই লেখা।  আবারো অনুরোধ রইলো লাইক নয় শেয়ার করার জন্য,  আজকের  উদীয়মান ছাত্র ছাত্রীদের কাছে এই অপূর্ব স্যার ।                   মাস্টার মশাই জীবনে প্রায় সাতষট্টি ছুঁই ছুঁই  এক মানুষের সাথে পরিচয় হয়েছিল যেমন তার পান্ডিত্য, তেমনই তার অপরিসীম  জ্ঞান , সেটা সাহিত্যে, কলাতে, বা বিজ্ঞানে, দর্শনে, এমনকি আধ্যাত্বিকতা সমস্ত বিষয়ে পারদর্শী এক ব্যক্তিত্ব  । আস

B4 :- চতুর্থী

Image
#চতুর্থী মা আজ তোমার চতুর্থীর কাজ করছি?  অনেক অজানা জানা কথা গুলো তোমায় বলতে চাই, মা। তোমার রোগের খবর পাওয়া মাত্র তড়িঘড়ি বিয়ে দিয়ে দিলে, নিজে দায়মুক্ত হলে, আমাকে পাঠিয়ে দিলে সংসার জীবন করতে তাও আবার সুদূর দিল্লিতে। হয়তো দেখে যেতে চেয়েছিলে, তাই তোমার বাবার এই চিন্তাধারাকে আমিও মেনে নিয়েছিলাম আবার ঈশ্বরের এক অসীম কৃপায় এই ঘাটশিলাতেই ছেলেও পেয়ে গিয়েছিলে। মামা বলেছিলো, মা মনে আছে তোমার?  তোর মেয়ের বিয়ে ঘাটশিলাতেই হবে, সেটা মিলেও গেছিলো কেমন করে। আসলে মামার কথাগুলো তোমরা প্রথমে অগ্রাহ্য করলেও তোমরা মনে মনে মানতে, কোথাও না কোথাও তার কথা গুলো মানতে। মা এখন সকাল নটা বাজে, আশীষ পুরোহিত এসেছে, তোমার শ্রাদ্ধানুষ্ঠানের মন্ত্র পাঠের জন্য আজ যে আমার চতুর্থী। একটা কথা বলি মা?  যদি বিয়েটা না হত তবে তো বাবার সাথে আমিও এগারো দিনেই তোমার কাজটা করতাম তাই না?  অন্যের বাড়ি, মানে শাস্ত্র মতে গোত্রান্তর হয়ে গেছে তাই তো মা?  আচ্ছা মা মেয়েরা জীবনে কি শুধুই ধাক্কা খেতে খেতে বড় হয়?  ওরা কি কখনো কারোরই হয় না? তাই কি অধিকার চার দিনের?  যাক সে সব কথা চোখের কোনে জল এসে চিক চিক করছে, আর বেশি ভা

#B3:-- তোতলা হাবলা

Image
  #B3:--  তোতলা হাবলা  হাবলা নামে স্মার্ট ছেলেটা টাই- প্যান্ট -কোটে,  সিক্স প্যাক বানিয়েছে বেশ, মেয়ে কিন্ত না জোটে।  পড়াশুনায়  মন্দ না সে ,চাকরি পায়  সে কোর্টে ,  বড্ডো তোতলা, মক্কেল ধরে, কোনো কেসেই না জেতে। রমা রামের ডিভোর্স কেসে, হাবলা গেছে তোতলে,  রামে তে আটকেছে সে,  রমা নামটা কেবলই ভোলে।  ডিভোর্স কিন্তু হলো তাদের,  রাম রমা আজ বড্ডো  দুঃখী ,  ডিভোর্স পেপার খুলে দেখে, রমার জায়গায় সীতা মা এ কি?  রাম রমা আজ বেজায় খুশি,  ভাগ্যে হাবলা তোতলে ছিল আজ বেশী,  জম্পেস উকিল ধরলে কিন্তু, দাম্পত্য জীবনের হতো  যে  আজ ফাঁসি ।  দেবপ্রিয় সেন 30.04.2020 

দেবুদার ঘুগনি

Image
দেবুদার ঘুগনি  টিফিন টা ফেলে দাও, খাবে বেশ বকুনি,  চটপট চলে এসো খাবে যদি দেবুদার ঘুগনি। এখনো গরম আছে, ধরে তুমি দেখো ভাই,  লাল শালুতে মোড়া, শাল পাতার ডোঙা চাই ?   চামচ ও আছে সাথে পেটে গেলে ক্ষতি নাই, পয়সা টা আগে দাও ধার বাকি রাখি না  যে ভাই, কিছুটা বা কম হলে কাল কিন্তু দেওয়া চাই। কাকিমা রেঁধেছেন বেশ, ঝাল কিন্তু দেননি,  আমার সন্তান ওরা , জ্ঞান কিন্তু এখনো হয়নি । বাবার পকেট মেরে আমায় এরা  খুশি করে,  বড় হয়ে আপিস গেলেও, আমায় কি ভুলতে পারে ? .  আমার ঘুগনি খেয়ে আজ সবাই কত না দেশে বিদেশে,  বার্গার, খেয়ে, পাট্টিস খেয়ে, ফিরতে হবে বাপু এই দেশেতে। তোমরা আজ অনেক বড় অনেক প্রতিপত্তি,  বৃদ্ধ হয়েছি, চোখে দেখিনা, তাও ভাবি শুয়ে,  তোমরাই তো ছিলে ,  দেবুদার  এতকালের  সম্পত্তি।